যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের এক হতদরিদ্রের ৩ ছাগল চুরি হয়ে গেছে।
জানা গেছে- ছাগলগুলো পাশের বাঁশ বাগানে নিয়ে জবাই করে মাংস বস্তা ভরে চোরেরা পালিয়ে যায়।
জানা যায়- গত বুধবার রাতের কোনো এক সময় একদল চোর রত্নেশ্বরপুর গ্রামের কৃষ্ণপদ কর্মকারের ছেলে জয়দেব কর্মকারের বাড়িতে ঢুকে ছাগল রাখার ঘরের দরজার তালা ভেঙ্গে ৩টি ছাগল চুরি করে। চোরেরা ছাগলগুলো ঘর থেকে বের করে পাশের বিজয় মল্লিকের বাঁশ বাগানে নিয়ে জবাই করে মাংস বস্তা ভরে নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জয়দেব জানান- প্রতিদিনের ন্যায় এদিনও সন্ধ্যার সময় ছাগলগুলো ঘরের মধ্যে তুলে রাখি। সকালে দেখি ছাগলগুলো ঘরের মধ্যে নেই। বাড়ির পাশের বাঁশ বাগানে ছাগল জবাই করা হয়েছে এটা বোঝা যাচ্ছে। সেখানে রক্তসহ ছাগলের অপ্রয়োজনীয় কিছু অংশ ফেলে রাখা আছে। ৩টি ছাগলের দাম প্রায় ৩০ হাজার টাকার মতো। আমি অত্যন্ত গরীব মানুষ। মেয়ের বিয়ের খরচের জন্য এই ছাগল ৩টি লালন পালন করেছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]