হুমায়ন কবির মিরাজ, শার্শা: যশোরের শার্শার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী জামায়াত সাখার সভাপতি মাওলানা শের শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, “ঈদ আনন্দ শুধু ব্যক্তিগত উৎসব নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির প্রতীক।
আমরা চাই, সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হোক, যাতে সবাই সমানভাবে শান্তি উপভোগ করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা কর্ম পরিষদের সদস্য প্রভাষক হাবিবুর রহমান, উলাশী ইউনিয়ন সেক্রেটারি আবুল খায়ের, ইউনিয়ন টিম সদস্য শাহাবুদ্দিন, ব্যবসায়ী আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ঈদ উৎসবের এই আয়োজনে নেতাকর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]