হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): যশোরের শার্শা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মল্যার ছেলে আব্দুল মান্নান এবং জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ওরফে ডেভিল (৫৩)।
শার্শা থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। তাদের এলাকায় ফিরে আসার গোপন তথ্যের ভিত্তিতে এসআই রেজাউল ইসলাম, এসআই আলমগীর হোসেন, এএসআই রাশেদুল ইসলাম ও এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিয়ারুল, সাগর মিয়া ও আব্দুল মান্নানকে আটক করা হয়।
অন্যদিকে, এসআই উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ডেভিল খোরশেদ আলমকে গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]