যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় ২১ বিজিবির অগ্রভূলাট বিওপির সদস্যরা স্বর্ণের এ চালান আটক করেন।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে শার্শা উপজেলার পাঁচভূলাট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপনকে চিহ্নিত করা গেছে বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিরোধ করা হয়। এসময় তাদের মধ্যে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যান তিনি।
তিনি জানান, ওই চোরাকারবারিদের কাছ থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।
ইতোমধ্যে ওই স্বর্ণ ফেলে পালিয়ে যাওয়াদের চিহ্নিত করা হয়েছে এবং ওই পাচারকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]