বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী ইফতার বিতরণের চতুর্থ দিনে তিন শতাধিক অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় যশোর কালেক্টরেট স্কুলের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয়। চলমান করোনা মহামারী পরিস্থিতি ও লকডাউনে বেকারগ্রস্থ হয়ে পড়েছে সমাজের অসহায়, অনগ্রসর ও খেটে খাওয়া জনগোষ্ঠী। রমজানে তাঁদের ইফতার নিশ্চিত করতে সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখা।
ইফতার বিতরণ চলাকালে উপস্থিত ছিলেন যশোর জেলা সন্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, দৈনিক প্রতিদিনের কথা'র বিশিষ্ট সাংবাদিক প্রণব দাস, বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট বাচিকশিল্পী কাজী শাহেদ নওয়াজ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]