মুজগুন্নী-ইমাননগর গ্রামের সমাজ হিতৈষী সংগঠন ‘চাঁদের আলো’ গত শুক্রবার দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও গাছের চারা বিতরণ এবং গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান করেছে।
যশোর জেলার মুজগুন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ওলিয়ার রহমান সরদারের সভাপতিত্বে ও চাঁদের আলোর সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হাফিজুর রহমান, দৈনিক সকালের সময় কেশবপুর প্রতিনিধি মোহাম্মাদ সোহেল পারভেজ।
এসময় অনুষ্ঠানের প্রদান অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক অনুসন্ধানী সাংবাদিকতা পুরষ্কার-২০১৯ সম্মানে ভূষিত হওয়ায় কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের হাতে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ওলিয়ার রহমান সরদার ‘চাঁদের আলো’ সম্মাননা ক্রেস্ট, প্রত্যয়নপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।
এ ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ কৃতিত্ব রাখায় অনুষ্ঠানের সভাপতি মনিরামপুর নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট, প্রত্যয়নপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চঁাদের আলোর পরিচালক ছড়াকার ও রম্য উপস্থাপক মুনছুর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামকুড় ইউপি সদস্য ফারুক আহমেদ, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, জালঝাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুজগুন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, মুজগুন্নী-ইমাননগর জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাশেম আলী, মুজগুন্নী-ইমাননগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মহিব্বুল্লাহ প্রমুখ।
অতিথিবৃন্দ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও ১টি করে মেহগ্নী গাছের চারা বিতরণ করেন।
সব শেষে মহামারি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ব্রম্মকাটি শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]