যশোর শহরের মণিহার এলাকায় দাঁড় করিয়ে রাখা বিআরটিসির একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, বিআরটিসির যাত্রীবাহী বাসটি শুক্রবার সকালে শহরের মণিহার প্রেক্ষাগৃহ এলাকা থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এনে বাসটি পার্ক করে রাখা হয়। এরপর চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে যান। রাত পৌনে ১১টার দিকে হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]