বুধবারের পরীক্ষা শেষে যশোরের যেসব ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে, বরাবরের মতো তাদের বেশিরভাগই শহরের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারা হলেন যশোর শহরের সরকারি মহিলা কলেজ রোডের মো. গোলাম মোস্তফা (৫৭), শঙ্করপুরের সাদিয়া আফরোজ (৩৫), সকিনা খাতুন (৬৫), জেনারেল হাসপাতালের মো. আরিফুল ইসলাম খান (৪৩) ও আম্বিয়া (৫০), ঘোপ সেন্ট্রাল রোডের ইমরুল (২৯) ও তাসনোভা (২৮), কুটিরন নেছা (৯০), ঘোপের তানভির (৪০), ঘোপ নওয়াপাড়া রোডের রোমেনা আফরোজ (৪৫), উপশহরের তরিকুল ইসলাম (৩৬), মুড়লি এলাকার শ্যামলি (৫০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীন মোহাম্মদ (৪৮) ও সৌসুমি পারভিন (৪৫), সদর উপজেলার খাজুরা পুলেরহাট এলাকার রাজু আহমেদ (৩২) ও রামকৃষ্ণপুরের বকুলি (৭৩), ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার বাবুল হোসেন (৫৭), কীর্তিপুরের ফিরোজ কবীর (৩৩) ও নির্বাসখোলার রাতুল মোড়ল (১৬) এবং শার্শার বাগআঁচড়া এলাকার আলাউদ্দিন আহমেদ (৭৬)।
এছাড়া খুলনা ল্যাব থেকে আশানুর রহমান নামে এক ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে, যিনি ঝিকরগাছার বাসিন্দা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]