যশোরের অভয়নগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার কাদিরপাড়া গ্রামে ও দুপুরে উপজেলার শংকরপাশা শাহিনপাড়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত মনির হোসেন উপজেলার বুইকরা গ্রামের আবদুল আজিজের ছেলে।
আলাজ শেখ (৭) উপজেলার দেয়াপাড়া গ্রামের ইকবাল হোসেন শেখের ছেলে। সে আলাজ শেখ শাহিনপাড়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল চালানোর সময় মো. মনির হোসেন (৩৭) নামের এক ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন রাতেই তিনি মারা যান।
এদিকে উপজেলার শংকরপাশা শাহিনপাড়া মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী আলাজ শেখ (৭) গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পরে সে মারা যান।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]