যশোরের কেশবপুরের আলোকতি সংঘের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রম্নত সম্পন্ন করার দাবিতে রোববার বিকেলে আলতাপোল তালতলা এলাকার সড়কের দু'পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আলতাপোল এলাকার দু'শতাধিক নারী পুরম্নষ মানববন্ধনে অংশ নেন। আলোকতি সংঘের আহ্বায়ক কাওছার হোসেন রম্নবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত সরকারের সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য রাশেদুর ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভিন, আলোকতি সংঘের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, মেহেরাজ হোসেন, আব্দুল্যা মুন্সী, বিপস্নব দাস প্রমুখ। এ সময় আলোকিত সংঘের সদস্য আব্দুলস্নাহ মুন্সি, মেহেদী হাসান সোহাগ, হাবিবুলস্নাহ বিলস্নালি, ইব্রাহীম হোসেন, সোয়াইব হোসেন রাজু, রকি ইসলাম, রায়হান ইসলাম, মুরাদ হোসেন সাজু, হাসান রবি প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, সড়কের কাজ দ্রম্নততম সময়ের মধ্যে সম্পন্ন না করায় এ সড়কটি এখন মৃতু্যর ফাঁদে পরিণত হয়েছে। এমন কোন দিন নেই যেদিন দূর্ঘটনা ঘটছে না, কি কারণে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে তার কোন জবাব ও এলাকাবাসী কারো নিকট থেকে পাচ্ছেন না। অবিলম্বে সড়ক নির্মানের কাজ বাস্ত্মবায়ন না হলে এলাকাবাসিকে সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]