হেলাল উদ্দিন, মনিরামপুর : মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার যশোর-৫ (মনিরামপুর) আসনে দাখিলকৃত ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ ও ৪ টি বাতিল বলে ঘোষনা দেন বলে সুত্রে জানা গেছে।
বৈধ হিসেবে বিবেচিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, তৃণমূল বিএনপির মেজর (অব:) আবু নসর মোহাম্মদ মোস্তফা বনি ও জাতীয় পার্টির মনিরামপুর উপজেলা সভাপতি এমএ হালিম।
যে সব প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আলহাজ্ব কামরুল হাসান বারী, স্বতন্ত্র প্রার্থী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রয়াত এমপি বীরমুক্তযোদ্ধা খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব ও জাকের পার্টির হাবিবুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]