যুগোপযোগী উন্নত সেবা নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়ায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন হলো 'কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস' নামে একটি প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠানটি থেকে গ্রাহক দেশ-বিদেশের বিমান ও রেল টিকিট, হোটেল বুকিং, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, ভারতে মেডিকেল ও টুরিস্ট ভিসা প্রসেসিং, বিশ্বের উন্নত দেশগুলোতে স্টুডেন্ট ভিসা প্রসেসিংসহ ইন্টারনেট যুগের সকল কাজ করতে পারবেন। এছাড়াও অনলাইনে পাসপোর্ট ফরম ফিলাপ, পুলিশ ক্লিয়ারেন্স ফরম ফিলাপ, বিএমইটি নিবন্ধনসহ অনলাইন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন অত্যন্ত স্বল্পমূল্যে। পাশাপাশি এনআইডি সংশোধন জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন।
ইন্টারনেট জগতের এমনই সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কলারোয়া মেইনরোডে ধারে কলারোয়া থানার ১০০হাত দক্ষিণে ডাক্তার আনিসুর রহমান মার্কেটের নিচ তলায় 'কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস' নামে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা কার্যক্রম নতুনভাবে শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক ইমানুর রহমান, ব্যবসায়ী রাজু আহমেদ, আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, ব্যবসায়ী গাজী হাদিউজ্জামান মন্টু, লাভলু, সোহাগ, মহিদুজ্জামান, আয়োজক প্রতিষ্ঠানের প্রশান্ত কুমার দাস, অলক বিশ্বাস প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]