যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত পাঁচ দিন ব্যাপী যুব মতবিনিময় সভার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬জুন) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঁচ দিন ব্যাপী এ যুব মতবিনিময় সভার সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম।
পাঁচ দিন ব্যাপী যুব মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই’শ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. শহীদুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল কাইয়ুম।
৫ দিন ব্যাপী জাতীয় পর্যায়ে যুব মতবিনিময় কর্মসূচীতে সাতক্ষীরা জেলার যুব প্রতিনিধি হিসাবে সনদপত্র গ্রহণ করেন ভলেন্টিয়ার বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।
পাঁচ দিন ব্যাপী যুব মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই’শ জন প্রশিক্ষণার্থী তাদের জেলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও যুব কার্যক্রম তুলে তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]