অজানা কারণে দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। অবশেষে আজ শনিবার এটি দেশে প্রদর্শনের অনুমতি মিলিছে। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। কী সেই শর্ত? জানালেন সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।
তার ভাষ্য, ‘ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো- “শনিবার বিকেল” ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে, এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনও ঘটনা অবলম্বনে নয়।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। তার ভাষ্য, ‘আমরা এখনও চিঠি পাইনি। তবে খবরে দেখলাম, “শনিবার বিকেল” মুক্তিতে আর বাধা নেই। খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত। এখন চিঠির অপেক্ষায় আছি।’
অবশেষে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’। তাহলে দেশের মানুষ কবে সিনেমাটি দেখবে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘অবশ্যই বলিউডের “ফারাজ”র আগে অথবা একইদিন। অর্থাৎ ৩ ফেব্রুয়ারি।’
রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।
এদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটি সিনেমা। সেটিও নির্মিত হয়েছে হোলি আর্টিজানের ঘটনাকে ঘিরে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। ‘ফারাজ’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বারসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন হানসাল মেহতা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]