যৌন উত্তেজক সিরাপের সয়লাব, গোয়েন্দাদের অভিযান
পাবনায় অননুমোদিত নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে একটি কারখানাকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। সোমবার ( ৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর উপজেলার জালালপুরে 'এম এস ফুড এন্ড বেভারেজ' নামক কারখানায় এক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সাড়ে ৮৯ লাখ টাকা মূল্যমানের অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং সিরাপ তৈরির রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়।
অননুমোদিতভাবে এসব যৌন উত্তেজক সিরাপ উৎপাদন, বিপণন ও বিক্রয় করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সুত্রে. সময় নিউজ
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]