রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নিতে আসা আলেফ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার ও এলাকাবাসী উত্তেজিত হয়ে লাশ নিয়ে টিকা কেন্দ্রে অবস্থান নেয়।
পরিবারের দাবী করোনার টিকা দেয়ার ফলেই তার মৃত্যু ঘটেছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরিবার সুত্র জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের দিনমজুর আলেফ উদ্দিন দুপুরে করোনা’র টিকা নিয়ে বাড়ী ফিরলে দুপুর ২টায় নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। মৃত আলেফ উদ্দিন দীর্ঘদিন ধরে হাঁপানীসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজনের ধারণা, করোনা’র টিকা দিয়েই তার মৃত্যু ঘটেছে। ফলে তারা উত্তেজিত হয়ে টিকাদান কেন্দ্রে এসে চড়াও হয়।
পরে উপজেলার প্রশাসন ও জন প্রতিনিধিগণ ঘটনাস্থলে পৌছিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মৃত আলেফ উদ্দিনের লাশ রংপুর মেডিকেল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর (ডি সার্কেল) কামরুজ্জামান জানান, বৃদ্ধের মৃত্যু করোনার টিকার দেয়ার ফলে হয়েছে কিনা, তা ময়না তদন্ত শেষে জানা যাবে।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]