সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ কর্তৃক ইসলামী আলোচক কবির বীন সামাদকে মাহফিলের স্টেজে গালি-গালাজ ও অপমান করার প্রতিবাদে এবং ভারতীয় মুসলিমদের ওয়াকফ আইনের প্রতিবাদ করায় হত্যা ও নির্যাতনের ঘটনায় দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজ শেষে দলমত নির্বিশেষে মুসল্লীদের অংশগ্রহনে পারুলিয়া সেড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পারুলিয়া সেড জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা শাখার সমন্বয়ক আলহাজ¦ কারী ফজলুল হক আমিনী। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী আলোচক ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপ্পড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলা হবে। রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]