সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, এদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকারে ধর্মীয় উৎসব পালন করে আসছে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সবার মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করুক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
রবিবার বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় শ্রীশ্রী মদন গোপাল আশ্রম জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্দিরের সভাপতি নিরঞ্জন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর কুমার দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রাশেদ হোসাইন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আলী, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রফেসর দীপঙ্কর বাছাড় দীপু, সদর ইউপি চেয়ারম্যান হোসেন উজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, কুল্যা চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী প্রমুখ।
হাজার হাজার পূণ্যার্থীর উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা কেটে ও রথের দড়ি টেনে ধর্মীয় উৎসব এর উদ্বোধন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]