রফিকুল ইসলাম মাদানীকে দ্রুত মুক্তি না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম।
রফিকুল ইসলাম মাদানীকে আটকের প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন হেফাজত ইসলাম বাংলাদেশ নেত্রকোনা শাখা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করা হয় আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৭)।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, আটক রফিকুল বর্তমানে র্যাব হেফাজতে আছেন।
তাকে কেন আটক করা হয়েছে, তা তার জানা নেই বলেও তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]