বিশ্বের ঐতিহ্যের স্বরূপা
তুমি মোদের অনুপ্রেরণার ঐশ্বর্যের গরিমা,
তুমি মোদের আদর সোহাগ
তুমি মোদের জীবন,
তোমার আদর্শ লালন করে
হয় যেন মোদের মরণ।
তুমি মোদের সুখের প্রদীপ
তুমি মোদের মনের গর্ব,
আছো প্রাণের ভালোবাসায়
তাইতো মোরা এখনো বেঁচে আছি,
তোমার অনুপ্রেরণার আশায়।
বিশ্বকবি তুমি,,
সাহিত্যের প্রাণপুরুষ
করেছো নিজ হাতে রূপদান।
তুমি অনন্য চিত্রশিল্পী
তুমি অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক,
তুমি চিন্তক
তুমি সেই মহান পুরুষ
গেয়েছো মানবতারই গান।
সাহিত্যের সবখানেই করেছো পরিভ্রমণ
তবুও রয়ে গেল ফাঁক,
স্বরসাধনায় পৌছালো না বহুতর ডাক।
স্বীকার করেছো তোমার এই ব্যার্থতা
অশীতিপর বয়সে ঐকতান কবিতায়।
তোমার মতো কেবা আছে আর?
নিজের অপূর্ণতার স্বীকারোক্তি দিতে পারে।
তোমার আদর্শ উন্মোচিত হোক প্রতিটি প্রাণে
জেগে উঠুক পৃথিবী আবার বর্ণীল সত্যালয়ে।
যে অবদান রেখে গেছো গুরু তুমি
ভুলবো না কভু মোরা।
লহ প্রণাম গুরু লহ প্রণাম।।
কবিতা লিখেছেন সাতক্ষীরা থেকে
মনিষা দে বিথী
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]