"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এই প্রতিপাদ্যকে নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুৎ এর আওতা ভুক্ত হলেও পবিত্র রমজানের প্রথম দিনে সকাল থেকে দিনব্যাপী উপজেলার অধিকাংশ ইউনিয়নে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে রোজাদার মুসল্লিরা ভোগান্তির মধ্যে রোজা পালন করেছে।
রহমত, বরকত, নাযাত ও মাগফিরাতের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলিম জাতি আবারও পেলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে পরিশুদ্ধ হওয়া ও মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় মানুষ ইবাদতের মাধ্যমে প্রতিটি রমজান পার করার আশা নিয়ে যখন ব্যস্ত ঠিক তখনি একদিকে গ্রীষ্মের খরতাপ অন্যদিকে রোজার প্রথম দিনে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এনিয়ে উপজেলা ব্যাপি প্রতিটি মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার ২০২২ পাওয়ার বিষয়ে গত ২৪ মার্চ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়নের পর এখন বড় চ্যালেঞ্জ নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথাও জানান মন্ত্রী। কিন্তু প্রতিমন্ত্রীর এই বক্তব্যর বিপরীতে রমজানের প্রথম দিন উপজেলাবাসী অতিবাহিত করেছে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে।
রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না দিতে পারায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা তথা জেলার সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]