মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কপোতাক্ষ নদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ মে-২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়।
মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যশোর ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দ জাকির হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপ-সহকারি প্রকৌশলী মোঃ মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ইউসুফ আলী, মাস্টার শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মুজিব কিল্লা’র প্রাক্কালন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৮২৫ টাকা বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]