মনিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ায় রিয়াদ (১৭ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন-২০২১) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ গ্রামের মাসুম বিল্লার ছেলে রিয়াদ।
জানা যায়, এদিন বিকাল সাড়ে ৫টার দিকে শিশু রিয়াদ বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায়।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তারক দেবনাথ এ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন- খেলাধুলা করার সময় রিয়াদ পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকে, এক পর্যায় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। এরমধ্যে শিশু রিয়াদ মারা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]