মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে অস্বাভাবিক দাম বেড়েছে মাছ, মুরগি, ডিম, আটা, চিনি, সয়াবিন তেল, ডালসহ মুদি দোকানের সকল প্রকারের পণ্যের। এই ঊর্ধ্বমুখী দামের পণ্য অল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। বললেন- রাজগঞ্জ বাজারের এক মুদি ব্যবসায়ী। প্রতিকেজিতে ৭-৮ টাকা বেড়েছে মসুর ও বুট ডালের দাম। আর প্রতিকেজি আটার দাম বেড়েছে ৩-৫ টাকা। সেইসঙ্গে মুরগি ও মাছের দাম বেড়েছে। গত সপ্তাহে কাঁচা মরিচ প্রতিকেজি ছিলো ৬০ টাকা। সেই কাঁচা মরিচ এখন প্রতিকেজিতে ৪০ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা। মঙ্গলবার (৩১ আগস্ট- ২০২১) রাজগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য জানাগেছে।
রাজগঞ্জ বাজারের মাছ বিক্রেতা আব্দুস সামাদ ও বাবুল হোসেন বলেন- সপ্তাহের ব্যবধানে সব প্রকার মাছের দাম ২৫-৩০ টাকা প্রতিকেজিতে বেড়েছে। চাহিদার তুলনায় বাজারে মাছের আমদানি কম, একারণেই দাম বেশি। মুরগি বিক্রেতা জুবায়ের হোসেন বলেন- মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এখন বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ১২০ টাকা প্রতিকেজি, সোনালী মুরগি ২৩০ টাকা প্রতিকেজি। ফার্মের মুরগির ডিম প্রতিপিস বিক্রি হচ্ছে সাড়ে ৯টাকা আবার কোনো কোনো দোকানে ১০ টাকা দরে।
কাঁচা বাজারের ব্যবসায়ী আশরাফ হোসেন জানান- দেশি পেঁয়াজ ৪০ টাকা প্রতিকেজি, দেশি রসুন ৫০ টাকা, আদা ১৫০ টাকা, আলু ২০ টাকা প্রতিকেজি দামে বিক্রি হচ্ছে।
এদিকে, এই ঊর্ধ্বমুখী দামের নিত্যপ্রয়োজনীয় পণ্যে সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে অল্প আয়ের মানুষেরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]