মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ায় একটা পাগলা কুকুরের কামড়ে তিনজন শিশু আহত হয়। এদের মধ্যে একমাস পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে- গত ১০ সেপ্টেম্বর-২০২১ সকালে রাজগঞ্জের খেদাপাড়া বাজার এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা বাকী বিল্লাহর ছেলে আবু হাসাইন (৪), বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল জব্বার আলীর ছেলে বিল্লাল হোসেন (৫) ও খেদাপাড়া ঋষিপাড়ার বাসিন্দা লালন দাসের ছেলে নকুল দাস (৬) বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো। এসময় একটি পাগলা কুকুর এসে এই তিনজন শিশুর মুখসহ শরীরিরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং মণিরামপুর উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়। এরমধ্যে শিশু আবু হাসাইন গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (০৯ অক্টোবর-২০২১) খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার অভিভাবকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ অক্টোবর-২০২১) দুপুর ১২টার দিকে আবু হাসাইন মারা যায়।
এদিকে- আহত বিল্লাল হোসেন ও নকুল দাস এই দুইজন শিশুকে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন তাদের অভিভাবকেরা। শিশু আবু হাসাইনের মৃত্যুতে এই দুইজন শিশুর অভিভাবকেরা আতংকে রয়েছেন।
অপরদিকে- কুকুরে কামড়ানোর ভয়ে উল্লেখিত এলাকার স্কুলগামী শিক্ষার্থীরা ও অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকলকে সতর্কভাবে চলাচলের জন্য আহ্বান জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]