মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ আমন ধান ক্ষেতের মাঝে। এই সবুজ আমন ধান ক্ষেত ঘিরে কৃষকের রয়েছে অনেক স্বপ্ন। বাজারে ধানের সঠিক মূল্য পাওয়া না গেলেও। কৃষক ধান চাষ ছাড়ছেন না। ঘরের ধানের ভাত খাবেন এই আশায়। আবার ধান কেটে ঘরে তুলে জমিতে চাষ করবেন রবি শস্য।
রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে সবুজের সমারোহ দেখা গেছে। মাত্র একমাস আগে আমন চারা রোপণ করেছেন এ অঞ্চলের কৃষক। এক মাসের ব্যবধানে বেড়ে উঠেছে আমন চারা। একমাত্র বৃষ্টির পানি ছাড়া কোনো সংকটে পড়তে হচ্ছে না কৃষকদেরকে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির সংকট থাকায় শ্যালো মেশিনের সেচ দিয়ে আমনের জমিতে পানি দিচ্ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশক সংকট না থাকার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ কৃষকের আমন চাষে গতি বাড়িয়েছে আরো এক ধাপ।
রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক ওবায়দুল্যাহ বলেন- তিনি শ্রাবণ মাসের মাঝামাঝি আমনের চারা রোপণ করেছেন। শুধু পানি সংকট ছাড়া এবার কোন সমস্যা নাই তাদের। একমাসের মধ্যে চারা বেশ বড় হয়েছে।
হানুয়ার গ্রামের কৃষক জাকির হোসেন বলেন- বোরো চাষের লোকসান পুষিয়ে নিতে তিন বিঘা জমিতে আষাঢ় মাসের শেষ সপ্তাহে আমন চারা রোপণ করেন। তিনি আশা করছেন আশ্বিন মাসের শেষ সপ্তাহে নতুন ধান ঘরে তুলবেন। বৃষ্টি কম হওয়ায় শ্যালো মেশিনের সেচ দেয়ায় তাদের খরচ কিছুটা বাড়বে বলে জানান এ কৃষক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]