যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের, বীর মুক্তিযোদ্ধাদের ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর-২০২২) বিকালে রাজগঞ্জ হাইস্কুল ক্যাম্পাসে এ মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি।
এসময় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক তরুন আওয়ামীলীগ নেতা মো. শরিফুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সোহেল রানা, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হক তুহিন, রাজগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার সহ এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে রাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল, উন্মুক্ত অডিটিরিয়াম, রাজগঞ্জ হাইস্কুল বঙ্গবন্ধু পর্যাটন কেন্দ্র সহ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]