আগামী বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আজহা। এই ঈদে করোনার কঠোর বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে সকল গণপরিবহন, দোকানপাট ও বিপনি বিতান। আর এ সুযোগে করোনা সংক্রমণের কথা ভুলে গিয়ে রাজগঞ্জ এলাকার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে ঈদ কেনাকাটায়।
সোমবার (১৯ জুলাই- ২০২১) সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের দোকানগুলোতে দেখা গেছে ব্যাপক ক্রেতার ভীড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগমও বাড়তে থাকে।
বাজারে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেলেও ৩০% মানুষের মুখে মাস্ক নেই। মানছে না সামাজিক দূরত্ব।
রাজগঞ্জ বাজারের কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, কসমেটিকের দোকানে দেখা গেছে- ঈদ কেনাকাটা করছে মানুষ। এরকম একটি পরিবার এ প্রতিনিধিকে বলেন- ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না। কিন্তু দেখছি দোকানে ঢোকারই কোনো সুযোগ নেই। শুধু মানুষ আর মানুষ।
রুমা আক্তার নামের এক গৃহবধু বলেন- করোনার মধ্যে দোকানগুলোতে এতো মানুষের ভিড় হবে ভাবতেই পারিনি। উপচেপড়া ভিড় দেখে মনে হচ্ছে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]