যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি-২০২২) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশন, খালিয়া মহিলা মাদ্রাসা মাঠে এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।
এদিন মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসক দ্বারা, খালিয়া গ্রামের ৪২জন অসুস্থ হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে রোগ-ব্যাধি অনুযায়ী চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এসময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক সমাজসেবক মো. আব্দুল হক তুহিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন বলেন- গ্রামের গরিব ও অসচ্ছল মানুষের পাশে এবিএস ফাউন্ডেন আছে। এবিএস ফাউন্ডেশন মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর এই ইউনিয়নগুলোর প্রত্যেকটি গ্রামে ধারাবাহিকভাবে দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]