মণিরামপুর উপজলার রজগঞ্জ প্রেসক্লাবে কবি সন্তোষ কুমার দত্তের জন্মজয়ন্তী পালন উপলক্ষ্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ-২০২২) রাত ৮টার সময় এ জন্মজয়ন্তী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, কোমলপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, রাজগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক মো. মাসুদ বিল্লাহ, মো. মশিয়ার রহমান, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সভাপতি মো. জুয়েল রানা অপু প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে কবি সন্তোষ কুমার দত্তের ৫৯তম জন্মজয়ন্তী পালন করেন।
উল্লেখ্য- কবি সন্তোষ কুমার দত্ত ১৯৬৩ সালর ১০ মার্চ যশোর জেলার মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম যোগেন্দ্র নাথ দত্ত ও মাতার নাম অরুনা বালা দত্ত। সাহিত্যের উপর কবি সন্তোষ কুমার দত্ত আন্তর্জাতিক স্বর্ণপদক পেয়েছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বঙ্গমনি, সাহিত্যরত্ন, কবিরত্ন ও কাব্যচাষী সাহিত্যিক উপাধিতে ভূষিত হয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]