করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে জনগণকে সচেতন করা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠান হয়েছে।
রোববার (০৪ এপ্রিল-২০২১) বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, আওয়ামীলীগ নেতা মোঃ মশিউল আলম, ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ, মোঃ ফরহাদ শাহিন, আলহাজ মোঃ জাকাত আলী, সমাজসেবক আনোয়ার হোসেন, সালাউদ্দিন বাবলা, রাজগঞ্জ এডাস মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]