মণিরামপুর উপজেলার রাজগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে আবু দাউদ (৩৮) নামের এক প্রতিবন্ধী যুবক হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি-২০২২) বেলা সাড়ে দশটার দিকে বাঁকড়া-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজারের পাশে মহলদারপাড়ার সামনে এ ঘটনাটি ঘটে।
আবু দাউদ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বালিয়াডাঙা খোসালনগর গ্রামের আব্দুর রহিম মালিকের ছেলে। ও রাজগঞ্জের হানুয়ার গ্রামের মিজানুর রহমানের জামাই । সে পেশায় একজন দক্ষ মোবাইল মেকানিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন- শারীরিক প্রতিবন্ধী আবু দাউদ মণিরামপুরের রাজগঞ্জ বাজারে মোবাইল মেকানিকের কাজ করতেন। এদিন সকালে সাইকেলে চড়ে তিনি বাড়ি থেকে কর্মস্থল রাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমলপুর মহলদারপাড়ার সামনের মেইন রাস্তায় পৌঁছালে রাস্তার পাশে রাখা বালির ওপর তার সাইকেল উঠে যায়। তখন রাস্তায় পড়ে যান দাউদ। এসময় পিছন থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলির সামনের চাকা দাউদের বুকের ওপর উঠে যায়।
স্থানীয়রা আরও বলেন- গুরুত্বর আহত আবু দাউদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি। ঘাতক ট্রলি স্থানীয় ঝাঁপা পুশিল ক্যাম্পে পুলিশের হেফাজতে রয়েছে এবং ট্রলি চালকও আটক রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]