মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে ফুলমতি বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর-২০২১) দুপুরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গৃহবধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
স্বজনদের দাবি- শারীরিক ও মানসিক রোগাক্রান্ত হয়ে ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
ফুলমতি বেগম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের শাহেদ আলী মোড়লের স্ত্রী।
এ ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লিটন হোসেন বলেন- গৃহবধূর স্বামী শাহেদ আলী পেশায় কৃষক। সোমবার (২৯ নভেম্বর) রাতে শাহেদ আলী ও তার স্ত্রী ফুলমতি বেগম দুজনে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে জেগে শাহেদ আলী স্ত্রী ফুলমতি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান।
তিনি বলেন- ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
গৃহবধূর স্বামী পক্ষের দাবি, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিলো না। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]