হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সোনাভান (৫৫) নামের এক নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাভান ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান- পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে সোনাভান কয়েকটি গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে সোনাভানকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো বলেন- নিহতের লাশ হাসপাতাল থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]