মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় তুলোরানী (৫৫) নামের এক গৃহবধু ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে।
নিহত গৃহবধু রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের ঘোষপাড়া মদনপুর গ্রামের বাসিন্দা ও নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শিবুপদ ঘোষের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানাযায়- গত শনিবার (০৯ অক্টোবর-২০২১) সকালে গৃহবধু তুলোরানী বাড়ির ছাদের উপর বিচোলী শুকানোর জন্য নাড়ছিলো। এসময় অসাবধানতায় পা পিছলে ছাদ থেকে পড়ে যেয়ে তার দুই হাত ভেঙ্গে যাই ও বুকে আঘাত পেয়ে গুরুতর অহত হয়। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
রোববার (১০ অক্টোবর-২০২১) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুলোরানী ঘোষ মৃত্যুবরণ করে। নিহত তুলোরানী দুই সন্তানের জননী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]