মণিরামপুর উপজেলার রাজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসপাড়ার প্রায় শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়ে আছে। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা তাদের। বাড়ির উঠানে পানি থৈ থৈ করছে। এ পাড়াবাসির দাবি দ্রুত একটি কালবার্ট বসিয়ে পরিত্যক্তা পুকুরে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেওয়া।
এলাকা ঘুরে দেখা যায়, বসতবাড়িতে পানি উঠার ফলে মাটির ঘর বাড়ি ভেঙ্গে পড়ছে। এ পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন ও আলাউদ্দিনের দুটি মাটির ঘর ভেঙ্গে পড়েছে। গরু-ছাগলসহ শিশুদের নিয়ে চরম বিপদে আছে প্রায় শতাধিক পরিবার।
এছাড়া ওই পরিত্যক্তা পুকুরে পানি জমে থাকার কারনে রাজগঞ্জ-মণিরামপুর ব্যস্ততম সড়কটি ধসে যাচ্ছে। খুব দ্রুত পানি নিস্কাশন না করলে সড়কটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।
এ বিষয়টি স্থানীয়রা ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভোগান্তিতে থাকা ওই পাড়ার নিজাম উদ্দিন, জাকির হোসেন, আব্দুল আজিজ বলেন, টানা বৃষ্টিপাত হলেই আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়। আমাদের বাড়ির উঠানে পানি জমে আছে। আমরা চরম ভোগান্তিতে আছি। আমাদের ব্যাপক ক্ষতিও হয়েছে। এখানে একটি কালবার্টের ব্যবস্থা করাসহ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]