মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। সব রেকর্ড ছাড়িয়ে সয়াবিন তেলের কেজি এখন ১শ’ ৩০ টাকা।
ফলে বাজারে ভোজ্য তেল সয়াবিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ক্রেতাদের। কয়েক দিনের ব্যবধানে তেলের দাম কেজিতে ২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, আরো বাড়বে ভোজ্য তেল সয়াবিনের দাম। এমন আশংকা তাদের। আর ১শ’ ১৫ টাকা থেকে ১শ’ ২০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে সুপার পাম তেল। প্রতিকেজি পাম তেল বিক্রি হচ্ছে ১শ’ ১০ টাকা থেকে ১শ’ ১৫ টাকা।
রাজগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী সুব্রত দত্ত জানিয়েছেন, পাইকারি বাজার থেকে আমরা যেভাবে কিনে আনছি। সেই ভাবেই বিক্রি করছি। তেলের দাম এখন অনেক বেশি। তবে পাইকারি বাজার থেকে বলা হচ্ছে ভোজ্য তেলের দাম আরো বাড়বে। এদিকে, এ কথা মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন, বিক্রেতারাই কারসাজি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। হাফিজুর রহমান, মোসাররফ হোসেন, আশরাফুল ইসলামসহ কয়েকজন ক্রেতা এপ্রতিনিধিকে বলেন, যেভাবে দফায় দফায় ভোজ্য তেলের দাম বাড়ছে, সেই দামে তেল কিনতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা আরো বলছেন, এভাবে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। ফলে বাজার মনিটরিং করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]