মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নলতা বাজার এলাকায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে আক্তারুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি-২০২২) বিকাল সাড়ে পাঁচটার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নলতা বাজার এলাকার ইব্রাহিম মোড়ের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারুল ইসলাম উপজেলার শয়লা গ্রামের মৃত কদম আলীর জোয়াদ্দারের ছেলে।
নিহতর আত্মীয় স্থানীয় আবুল খায়ের জানান- আক্তারুল রাস্তার সাইটে বসে ঘাস কাটছিলো। এ সময় মুরগী বহনকারি একটি পিকআপ (ঢাকা মেট্টো-ন- ১৯- ৩১৮৭) নিয়ন্ত্রণ হারিয়ে আক্তারুলের উপর উঠে যায় এবং পিকআপটি রাস্তার পাশের ধান ক্ষেতে নেমে যায়। ঘটনাস্থলেই আক্তারুল নিহত হন। এসময় স্থানীয় জনগন পিকআপ চালক বরিশালের মোতালেব হোসেনের ছেলে রুবেল হোসেনকে আটকে রাখে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]