হেলাল উদ্দিন, মনিরামপুর : প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। শুষ্কতায় বাতাসে বাড়ছে দূষণ, ধূলিকণা। কমছে আর্দ্রতা। আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মানবজীবনে। দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত সমস্যা। স্থানীয় চিকিৎসকদের চেম্বারে শিশু ও বয়স্ক রোগী বেশি ভিড় দেখা যাচ্ছে। রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও বাজারের স্থানীয় পল্লী চিকিৎসকদের চেম্বারে দেখা যায়- ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত, গ্যাসের সমস্যার রোগীই বেশি।
সরেজমিনে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বুধবার বেলা সাড়ে ১১টার সময় দেখা গেছে- ঠান্ডা জ্বরে, কাশি, শ্বাসকষ্ট ও গ্যাসে আক্রান্ত অনেক রোগী ওষুধ নেয়ার জন্য অপেক্ষা করছে। সেখানে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা দিলরুবা ইয়াসমিন রোগীদের সমস্যা শুনে ও দেখে নিয়মিত ওষুধ দিচ্ছেন। এদিকে রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের দরজায় তালা ঝুঁলানো দেখে গেছে। সেখানে ওষুধ নিতে আসা অনেক নারী-পুরুষ রোগী, চেম্বার খোলা না থাকায় ফিরে যাচ্ছে। আবার অনেকেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যেয়ে ওষুধ নিচ্ছেন।
ঝাঁপা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বে থাকা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিলরুবা ইয়াসমিন জানান- এখানে ওষুধ নিতে আসা প্রায়ই সব রোগীই ঠান্ডাজনিত, জ্বর ও গ্যাসের সমস্যায় আক্রান্ত। প্রতিদিন প্রায়ই ৫০জন রোগীর সেবা ও ওষুধ দিতে হচ্ছে। তিনি জানান- শীত মৌসুম আসার ফলে নতুন ঋতুতে এ সমস্য দেখা দিচ্ছে। এতে শিশু ও বয়স্করা বেশি আক্রন্ত হচ্ছেন।
স্থানীয় একজন পল্লী চিকিৎক বলেন- শীত মৌসুম এলে মানুষের নানা ধরনের ঠান্ডাজনিত রোগ হয়। এর মধ্যে বয়স্ক, শিশু ও দীর্ঘদিন রোগে ভোগা মানুষ বেশি অসুখে ভোগে। এছাড়া যাদের শ্বাসকষ্টজনিত রোগ অ্যাজমা বা হাঁপানি রোগ আছে তাদের শীতকালে সমস্যা বাড়ে। বিশেষজ্ঞরা বলেন- শীত মৌসুমে ঠান্ডা বাতাসের সঙ্গে অক্সিজেন শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। আর এ বাতাসের সঙ্গে রোগ-জীবাণু, ধুলাবালি ঢুকে শ্বাসনালীর সংক্রমণ করে। বিশেষ করে এ সমস্যাগুলো শীতকালে বেশি হওয়ার কারণ তখন ফুসফুসের শ্বাসনালীতে আর্দ্রতা কমে যায়। এতে ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টের রোগ বাড়ে। এসময় শ্বাসজনিত রোগ-বালাই থেকে বাঁচতে বেশি পানি পান করার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। শরীরের রোগ-জীবাণু বের হয়ে যাবে।
এদিকে রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত ফার্মাসিস্ট হিরাশীষ মজুমদার নিয়মিত অফিস করেন না, এমন অভিযোগ উঠেছে। এবিষয়ে তিনি বলেন- আমাকে বিভিন্ন সময়, উপজেলা সদরে ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে থাকতে হয়। এ কারণে সমস্যা হতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]