শুক্রবার (০৪ ফেব্রুয়ারি-২০২২) রাজগঞ্জে সকাল ১০টার পর থেকেই শুরু হালকা ও মাঝারি বৃষ্টিপাত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও মধ্যবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষ।
এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- খেটে খাওয়া মানুষগুলো বিভিন্ন মোড়ে মোড়ের চায়ের দোকান বসে আলস সময় পার করছে। ইচ্ছা থাকলেও কোথাও বের হতে পারছে না তারা। এ কারণে রাজগঞ্জ এলাকার কর্মজীবী মানুষের মাঝে নেমে এসেছে স্থবিরতা।
রাজগঞ্জ বাজার ও মোবারকপুর মোড়ের কয়েকজন ইজিভ্যান চালক এপ্রতিনিধিকে বলেন- বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম। এজন্য আমাদের রোজগারও অনেক কম। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন কম। বৃষ্টি না হলে ভাল রোজগার করতে পারি।
ঝিকরগাছা, বাঁকড়া, চাকলা, কাঁঠালতলা, খোরদো রোডের কয়েকজন ইজিবাইক চালক বলেন- প্রতিদিন রাজগঞ্জ বাজার থেকে বিভিন্ন স্থানে যাওয়া জন্য যাত্রীর চাপ কম-বেশি থাকে। দুই-তিন টিপ করে দিতে পারি। শুক্রবার বৃষ্টির দিনে এখনো এক টিপও হয়নি। যাত্রীর উপস্থিতি অনেক কম।
রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কের চা দোকানদার মো. মিলন হোসেন (৩৫) বলেন- বৃষ্টির কারণে দোকানে চা বিক্রি তুলনামূলক অনেক কম। আমার চা দোকানের সাথে ভাড়ায় চালিত মোটর সাইকেল স্টান্ড। এই মোটর সাইকেল চালকদের ভাড়া না হওয়ায় আমার দোকানে সবাই বসে বসে অলস সময় পার করছে। কেউ চা খাচ্ছে, কেউ খাচ্ছেনা। এভাবে বৃষ্টি নেমে থাকলে আমরা (চা বিক্রেতারা) চরম বিপাকে পড়বো।
কয়েকজন পথচারীরা বলেন- অসময়ের এই বৃষ্টির কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]