যশোরের মনিরামপুরের রাজগঞ্জে দাম বেড়েছে কাঁচামরিচের। রাজগঞ্জ বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
জানা যায়, এবছর আবহাওয়া অনুকুলে না থাকায় ব্যাহত হয়েছে কাঁচা মরিচের উৎপাদন। গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে মরিচ খেত। ইতোমধ্যে অধিকাংশ জমির মরিচ মরে যাচ্ছে।
রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর ও ঝাঁপা গ্রামে কাঁচামরিচ উৎপাদন বেশি হয়। এ দুই গ্রামের কাঁচা মরিচের নাম ডাকও রয়েছে অঞ্চল জুড়ে।
রাজগঞ্জ বাজারে মরিচ বিক্রি করতে আসা শাহপুর গ্রামের আব্দুস সালাম বলেন- মরিচ চাষে এবারে লোকসান গুনতে হচ্ছে। আশা করছিলাম ভালই আয় হবে কিন্তু গোড়া পচা রোগে সব শেষ।
এদিকে রাজগঞ্জের শাহপুর, নোয়ালী, দোদাড়িয়া ও ঝাঁপা গ্রামের কয়েকজন মরিচ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়- আবহাওয়া অনুকূলে না থাকায় মরিচ চাষ ভালো হয়নি। ইতিপূর্বে অধিকাংশ মরিচগাছের গোড়া পচে মরে যাচ্ছে। এজন্য উৎপাদন কম, দাম বেশি। দাম বেশি হলেও খরচের টাকা উঠছে না।
ঝাঁপা ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- রাজগঞ্জ এলাকার মাটির গুণাগুণ মরিচ চাষের উপযোগী হওয়ায় উৎপাদন ভালো হয়। কিন্তু চলতি মৌসুমে গোড়া পচা রোগের প্রকোপ বেড়েছে। ফলে মরিচে ছত্রাক জনিত কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]