হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরালী মসজিদের সামনে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের বাসিন্দা তোহিদুল ইসলাম থানায় একটি জিডি করেছেন।
মোটরসাইকেল মালিক জানিয়েছেন- এদিন দুপুরে আমার ব্যবহৃত এফজেট (যশোর-হ- ১৬-৩৩৮) মোটরসাইকলটি রেখে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে দেখি ঐ রাখার স্থানে মোটরসাইকেলটি নেই।
পরে আমি এবং স্থানীয় লোকজন বহু খোঁজখুঁজি করে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনা থানায় একটি জিডি করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]