মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে মাংসসহ সকল পণ্যের দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়েছেন।
জানা গেছে- রাজগঞ্জ বাজারে খাশির মাংস প্রতিকেজি সাড়ে ৮শ’ টাকা, গরুর মাংস প্রতিকেজি সাড়ে ৫শ’ টাকা এবং পোল্ট্রি মুরগী প্রতিকেজি (কাটা) ২শ’ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই বাড়তি দামের মাংস সাধারণ পরিবারের লোকজন কিনতে হিমশিম খাচ্ছে।
হানুয়ার গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫০) বলেন- বাজারে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। সেই সাথে মাংসের দামও বাড়ছে। বাড়িতে আত্মীয়-স্বজন আসলেও চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারিনা। যেভাবে মাংসের দাম বাড়ছে। তাতে গরীবের কপাল থেকে মাংস উঠে যাবে।
গত (০৭ জানুয়ারি-২০২২) শুক্রবার সকালে রাজগঞ্জ বাজারের একটি পোল্ট্রি মুরগীর দোকানে কাটা পোল্ট্রি মাংসের দোকানে মোবারকপুর গ্রামের একজন স্বল্প আয়ের স্বামী পরিত্যক্তা বৃদ্ধা আরিফুন্নেছা ৫শ গ্রাম মাংস কিনতে এসেছেন। তিনি খুব কষ্ঠের সাথে বলেন- বাবা, আগে ৫০-৬০ টাকা দিলে আধকেজি পোল্ট্রির মাংস দিতো। এখন আর দেয়না। ১শ’ ২০ টাকা দিতে হয়।
তিনি আরো বলেন- গরুর গোস্ত আর ছাগলের গোস্ত ওই কুরবানির ঈদের সময় খাইছি। আর খাইনি। আল্লা বাচাই রাখলে আবার কুরবানির ঈদের সময় খাবো। খুব কষ্ঠের সাথে এ প্রতিনিধিকে আরো অনেকে বলেছেন- গরীব মানুষেরা এক প্রকার ভুলতে বসেছে মাংসের স্বাদ।
এদিকে- কাঁচা সবজি বাজারে শীতকালীন বহু প্রকারের সবজি উঠলেও দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন- শীতের এই সময়ে শীতকালীন সবজির দাম কম থাকে। কিন্তু এবার দেখছি ভিন্ন।
বাজার ঘুরে দেখাগেছে- প্রতিকেজি বেগুন-৫০ টাকা, মেটে আলু- ৫০ টাকা, ফুলকপি- ৪০ টাকা, বাঁধাকপি- ১৫ টাকা, টমেটো- ৫০ টাকা, কাঁচা কলা- ৩০ টাকা, পালন শাক- ১৫ টাকা, সিম- ৩০ টাকা, ওলকপি- ৩০ টাকা, ব্রোকলী- ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সকল প্রকার সবজি সময় অনুযায়ী তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
রাজগঞ্জ কাঁচা বাজারের একজন সবজি বিক্রেতা বলেন- চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দাম বেশি।
রাজগঞ্জ সচেতন নাগরিক সমাজ বলেন- যেভাবে পণ্যসামগ্রীর দাম বাড়ছে। আর এই অবস্থা চলতে থাকলে, স্বল্প আয়ের মানুষের দুঃখ, দুর্দশার শেষ নেই। রাজগঞ্জ এলাকায় এখনো এমন পরিবার আছে, যার মাসিক আয় মাত্র ৫ হাজার টাকা। তার এই দ্রব্যমূল্যের বাজারে কী অবস্থা হতে পারে। কী অবস্থায় সে সংসার চালাবে?
সচেতন নাগরিক সমাজ আরো বলেন- বাজারে কোনো পণ্যের দাম সাধারণ স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। ওষুধ, মুদিমাল, কাঁচা সবজি, পোষাক, চাল, ডাল, তেলসহ সকল প্রকার পণ্যের দাম আকাশ ছোঁয়া। কী অবস্থা বাজারের? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোরভাবে বাজার মনিটরিং করা প্রয়োজন; এ দাবী সকলের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]