যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পেঁয়াজের চাহিদা পূরণের জন্য শুরু হয়েছে শীতকালীন পেঁয়াজের আবাদ। এজন্য রাজগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজের চারা।
রাজগঞ্জ বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে মণিরামপুর উপজেলাসহ উপজেলার বাইরে থেকেও ব্যাপারীরা আসছেন।
রাজগঞ্জ বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে আসা মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আবুল কাসেম (৫৫), কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মিন্টু (৫০) ও হাসাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪৫) জানান- দীর্ঘদিন ধরে নিজের জমিতে চারা উৎপাদন করে বিক্রি করি। আবার কিনেও বিক্রি করি। আমরা শুধু রাজগঞ্জ বাজারে না বিভিন্ন হাট-বাজারে এভাবেই পেঁয়াজের চারা বিক্রি করি।
রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক আয়নাল হোসেন (৪৫) জানান- এখন শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করেছি। রাজগঞ্জ হাটে এসেছি পেঁয়াজের চারা কিনতে। এখান থেকে চারা কিনে ক্ষেতে রোপন করবো।
একই ইউনিয়নের মদনপুর গ্রামের আরেক কৃষক নিছার আলী (৪০) জানান- এ বাজারে পেঁয়াজের চারার দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তাতে অসুবিধা নেই। পেঁয়াজের চারা যে পাওয়া যাচ্ছে। এটায় বড় কথা।
হানুয়ার-খালিয়া গ্রামের কৃষক ফজলুর রহমান (৫০) বলেন- জন (শ্রমিক) কিনে শীতকালীন পেঁয়াজের চারা ক্ষেতে রোপন করছি। আশা করছি ফলন ভালো হবে।
স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- আমরা মাঠে মাঠে যেয়ে কৃষকের সার্বিক সহযোগীতাসহ পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকুলে থাকলে এই মৌসুমে সব ধরণের আবাদ ভালো হবে। এজন্য কৃষি বিভাগ সর্বক্ষণ কৃষকের পাশে আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]