যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
আজ ধুববার (০২ মার্চ-২০২২) বেলা ১১টার সময় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন প্রদর্শক আলহাজ মো. আব্দুস সাত্তার, সমাজসেবক ডাঃ পরিমল কুমার সাধু, অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা মো. আব্দুল মাজিদ, সমাজসেবক মো. খলিলুর রহমান প্রমুখ।
বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন- এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে জড়ানো যাবে না। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]