রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
শুক্রবার (২১ মে-২০২১) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
স্বাস্থ্যবিধি মেনে প্রথমে পরিচয় পর্বের মধ্যোদিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
এসময় কবি, সাহিত্যিক সন্তোষ কুমার দত্ত, আর টিভি ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি বিএম ফারুক, ডিএসবি মণিরামপুরের প্রতিনিধি মোঃ খায়রুল কবির, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর গত ৬ মে-২০২১ রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করেন।
সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ রাজগঞ্জ এলাকার আইন শৃংখলা বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন এমন কথা ব্যক্ত করেন এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]