রাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ ২০২২) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি মো. মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান ও মো. শাহিনুর রহমান।
উক্ত অনুষ্ঠানে রাজগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২২-২৪) কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় সকল সদস্য প্রেসক্লাবের আগামী দিনের সাফল্য ও উন্নতি কামনা করেন।
পরে- এদিন সন্ধ্যায় রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বাণী ইসরাইল কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন- পুলিশ সাংবাদিকের পরসপর কাজ একই। আমি এএলাকার মাদকসহ সকল অপরাধ দমনে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]