যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আবুল হোসেন।
শুক্রবার (২৭ আগস্ট-২০২১) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।
রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য রিপন কুমার ধর, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. লিটন মিয়া, ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ওয়াসিম আকরাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রাজগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ মাসুদ কামাল তুষার, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এরশাদ আলী, সম্পাদক মো. জসিম উদ্দিন সহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
শুভেচ্ছা ও মতবিনিময় সভার পূর্বে এদিন এক প্রীতি ভোজে উল্লেখিত সকলেই অংশ গ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]