হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, হানুয়ার লুৎফর রহমান স্মৃতি কৃষি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, মণিরামপুর উপজেলার অসহায় ও নিপীড়িত মানুষের আশ্রয়স্থল এবং প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, জনতার নেতা, বীর মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুমের ছোট ভাই, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের আয়োজনের ও রাজগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে রাজগঞ্জ প্রেসক্লাবের সামনে মরহুমের জীবনির উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মরহুমের ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কপিল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অবসরপ্রাপ্ত টি এন টি কর্মকর্তা আব্দুল মাজীদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ই সেপ্টেম্বর মনিরামপুরের পূর্বাঞ্চলের বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য ত্রান সামগ্রী যশোর থেকে নিজ গাড়িতে করে আনার সময় সময় যশোরের বকচার নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এস এম লুৎফর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]