রাজগঞ্জ প্রেসক্লাবে মাস্ক পরিধান করে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় ও প্রেসক্লাবের তিনজন সাংবাদিকের মরহুম পিতা-মাতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল-২০২১) মাগরিফ বাদ প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যলয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি। সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বর্তমান ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় করেন ঝাঁপা আলীম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর জেলা আইন শৃংখলারক্ষা কমিটির সদস্য, সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান। আরো অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ওয়াসিম আকরাম।
বক্তব্য দেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এরশাদ আলী, সদস্য মোঃ সোহেল রানা, সাংস্কৃতিক ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য জিএম ফারুক হুসাইন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ লিটন মিয়া, সদস্য মোঃ হাবিবুর রহমান সোহাগ প্রমূখ। মতবিনিময় সভা শেষে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলামের পিতা মরহুম মোকছেদ আলী গাজী, প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিনের মাতা মরহুম আলেয়া বেগম ও সদস্য মোঃ হাবিবুর রহমান সোহাগের পিতা মরহুম আসমত আলী মোড়ল, এই তিন সাংবাদিকের মরহুম পিতা-মাতার স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদরাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]